যেভাবে পিতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সম্পর্কে জেনেছিলেন শেখ হাসিনা

1,243,649
0
Published 2020-08-14
১৯৭৫ সালের ১৫ই অগাস্ট পরিবারের বেশীরভাগ সদস্য সহ বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিহত হন ঢাকায় তাঁর ধানমন্ডির বাসভবনে। দুই মেয়ে - শেখ হাসিনা ও শেখ রেহানা - তখন বিদেশে, ফলে এই দু'জনই কেবল প্রাণে বাঁচেন। স্ত্রী শেখ হাসিনা ও শ্যালিকা শেখ রেহানা যেভাবে পিতা, মাতা আর ভাইদের মৃত্যুর খবর পেয়েছিলেন, তা নিয়ে লিখেছিলেন পরমানু বিজ্ঞানী ড: এম. এ. ওয়াজেদ মিয়া। এ নিয়েই বিবিসি বাংলার বিশেষ প্রতিবেদন:

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

www.bbc.co.uk/bengali

facebook.com/BBCBengaliService

twitter.com/bbcbangla

All Comments (21)
  • আহ্ সেই সময়টা শেখ হাসিনার জন্য কতই না কষ্টকর মুহূর্ত ছিল, যদিও আমি আওয়ামী নীতিবিরোধী তবে নিউজটা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছি। 🤕😒
  • এত কিছু জানতাম না...! নিউজ টা শুনে এখন বুঝতে পারলাম। ধন্যবাদ বিবিসি বাংলাকে।
  • @Babybuybook
    বঙ্গবন্ধু পরিবারের এমন দূর্দিনে ড এম এ ওয়াজেদ মিয়ার অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসের পাতায়।
  • @alimsheikh6284
    পুরো পরিবারকে হারানোর শোক কেমন ছিল তা যে হারিয়েছে সে ছাড়া কেউ বুঝবেনা🥺
  • এমনই এক বাস্তব ঘটনার বর্ণনা জেনেই মনটা কেমন করে উঠছে কিন্তু সেই সময় ভুক্তভোগীদের যে কি দশা হয় তা আন্দাজ করাও কঠিন! ধন্যবাদ বিবিসি বাংলাকে।
  • @mamunf95
    ধন্যবাদ, বিবিসি বাংলাকে,,ইতিহাস টা তুলে ধরার জন,,যা আগে আমার জানা ছিল না,,
  • ধন্যবাদ বিবিসিকে এমন সংবাদ দেওয়ার জন্য
  • @farooqbinmollah
    অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলা কে। এত সুন্দর করে উপস্থাপন করার জন্যে। আজ বুঝলাম, বিবিসি কোনো দেশের সরকারের কাছে মাথা নিচু করে না। 🥰🥰
  • @abjabbar53
    অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিলো। ধন্যবাদ বিবিসি বাংলা কে
  • অসংখ্য ধন্যবাদ আকবর হোসেন। অনেক অজনা তথ্য জানতে পারলাম। স্বজন হারানোর ব্যথা সবাই সহ্য করতে পারেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বজন হারানোর সেই কষ্টকে শক্তিতে পরিণত করে ঘুরে দাঁড়িয়েছেন। ধন্যবাদ সেইসব বিশ্বস্ত মানুষ গুলোকে যারা তখন তার পাশে দাঁড়িয়েছিলেন ।
  • বাঙালি জাতির জন্য এর চেয়ে বেদনাদায়ক ঘটনা আর কি বা হতে পারে।
  • @rumaha6453
    হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ যেনো এমন কষ্ট আর কোনো পরিবারকে না দেন।
  • মহান নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা। 🇧🇩 💞
  • @hoangphucbongda
    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ আপনি বঙ্গবন্ধু এবং স্মচথো মুসলিম জাতিকে জান্নাত বাসি করেন। আমিন
  • বাবা মায়ের মৃত্যুর খবর কত বেদনাদায়ক তা আবার পুরো পরিবার শুধু মাত্র ভুক্তভোগীই উপলব্ধি করতে পারে😪
  • @landscape2168
    ইতিহাস লোকানো জায়না। প্রকাশ একদিন না একদিন পায়। খুনি ও তাদের দুষরদের বিচার চাই
  • @smsuhag1586
    অনেক কিছু জানতে পারলাম,এই দেশকে বর্তমান অবস্থায় আনতে কত কষ্ট করেছেন,যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ আপনি সবাইকে জান্নাত দান করুন
  • @taukirzaman7965
    হঠাৎ করেই এমন একটা সংবাদ শোনার পরে প্রধানমন্ত্রী ও তার ছোট বোন যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেননি তার জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া। এই মাস প্রধানমন্ত্রীর জন্য যেমন শোকের মাস তেমনি আমার জন্যও। এই মাসেই আমি প্রধানমন্ত্রীর মতো আমার আব্বুকে হারিয়েছি। আল্লাহ সকল বিদেহী আত্মাকে শান্তিতে রাখুন ও জান্নাতুল ফেরদৌস দান করুন।
  • @taniakhanm4607
    যতবার আমি ছোট্ট শেখ রাসেলের মুখ দেখি ততবার কঁাদি।সে এক চাপা,বুক বিদীর্ণ কান্না।
  • @bijanbarai6670
    খুবই বেদনাদায়ক!! ১৫ই অগাস্টে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা