Shamsul Hoque Khan School & College English Version

2018-07-14に共有
সামসুল হক খান স্কুল এন্ড কলেজ ২০১৫ সালে ইংলিশ ভার্সন শাখা খোলার সিদ্ধান্ত নেয় যা ছিল ঐতিহাসিক সিদ্ধান্ত। যেহেতু এই অঞ্চলটি শহরের একদম শেষ প্রান্তে একটি শিল্পাঞ্চল তাই এর অবস্থানগত ও সামাজিক প্রেক্ষাপটে এই ইংলিশ ভার্সনের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ ছিল। কিন্তু সাফল্য সংগ্রামের একজন সর্বাধিনায়ক সবসময় কঠিন চ্যালেঞ্জ নিতেই ভালবাসেন। তাই প্রতিষ্ঠার মাত্র ৩ বছরের মধ্যেই ইংলিশ ভার্সন শাখা আজ শিক্ষাঙ্গনের আকাশে আরও একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে আবির্ভূত হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকেই সামসুল হক খান স্কুল এন্ড কলেজ-ইংলিশভার্সন মানসম্পন্ন শিক্ষা প্রদানে সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছে। ২০১৫ সালে প্লেগ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত সীমিত সংখ্যক শিক্ষার্থীর দ্বারা যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এখন প্রায় সাড়ে ছয়শত শিক্ষার্থীর এক সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানে শিক্ষার্থীদের উপযোগী সমস্ত আধুনিক শিক্ষাসামগ্রী ও শিক্ষণ পদ্ধতির সমারোহ ঘটানো হয়েছে। আর সেই উদ্দেশ্য পূরণে নিয়োগ দেয়া হয়েছে একদল দক্ষ শিক্ষক। তাদের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার ফলে অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় মাত্র তিন বছরেই প্রতিষ্ঠানটি একটি শক্ত ভীতের উপর দাড়িয়ে গেছে। আজ অভিভাবক ও ছাত্রছাত্রীর এক আকর্ষনীয় ও প্রিয় প্রতিষ্ঠানে পরিনত হয়েছে সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ইংলিশ ভার্সন।

প্রতিষ্ঠানটির পাঠ্যক্রমেও রয়েছে বিশেষত্ব সরকার নির্ধারিত পাঠ্যক্রমের বাইরেও রয়েছে ব্যাপক সহশিক্ষা কার্যক্রম। ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা যা সর্বমহল থেকে প্রশংসিত হয়েছে। লেখাপড়ার পাশাপাশি বিনোদনের জন্য প্রতিবছর রয়েছে শিক্ষা সফর যা শিক্ষার্থীদের ও অভিভাবকদের চমৎকৃত করেছে।এছাড়াও বিশেষ দিবসে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সবসময়ই চিত্তাকর্ষক।এছাড়াও চিত্রাঙ্কন, সংগীত, কবিতা আবৃত্তি, হস্তলেখা, ইংরেজি উচ্চারণ, কুরআন তেলাওয়াত ইত্যাদি শিক্ষা দেওয়ার জন্য রয়েছে বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকমন্ডলী। শিক্ষার্থীদের মননশীলতা ও শারীরিক দক্ষতা বিকাশের কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটিতে রয়েছে একটি চমৎকার প্লে-জোন।

প্রতিষ্ঠানটি বিশ্বাস করে শ্রেণিকক্ষই পাঠদানের সর্বোত্তম স্থান। আধুনিক শিক্ষা উপকরন ব্যবহার করে মানসম্পন্ন পাঠদানের প্রতি শিক্ষকরা সদা সচেষ্ট থাকেন। প্রতিষ্ঠানটির পরীক্ষা পদ্ধতিতেও রয়েছে আধুনিকতার সমন্ন¦য়। ক্লাশ টেষ্ট, মান্থলি টেষ্ট, সেমিষ্টার এই তিন ভাগে ভাগ করে পরীক্ষা গ্রহন করা হয়। প্রতি সেমিষ্টার পরীক্ষার পূর্বে একটি প্রি-পারেশন টেষ্ট শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রনের জন্য মানসিকভাবে আস্থাবান করে তোলে।

বাংলাকে মাতৃভাষার সম্মান দিয়ে যথাযথভাবে বাংলা চর্চা করা হয়। বর্তমান সামাজিক অবস্থার কথা বিবেচনা করে রাখা হয়েছে আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়। রয়েছে আধুনিক পরিবহন ব্যবস্থা।