অপারেশন ক্লিনহার্ট ২০০২ সালে যেভাবে পরিচালনা করেছিল সেনাবাহিনী

2,089,161
0
2022-10-20に共有
#BBCBangla #OperationCleanHeart
দুই হাজার দুই সালের অক্টোবর মাস। বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসেছে এক বছর হলো। দেশে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছিল।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে মানুষের মনে আতঙ্ক, উদ্বেগ, ক্ষোভ আর হতাশা জন্ম নিয়েছে।
এমন পরিস্থিতিতে দেশব্যাপী শুরু হয় অপারেশন ক্লিনহার্ট।
কী ছিল এটির উদ্দেশ্য, কী হয়েছিল তখন - বিস্তারিত শুনুন বিবিসির আকবর হোসেনের প্রতিবেদনে।

*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ, ক্লিক এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব।
নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: www.bbc.co.uk/bengali​​​
ফেসবুক: facebook.com/BBCBengaliService​​​
টুইটার: twitter.com/bbcbangla

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews

*******************************************

コメント (21)
  • একটি সত্যনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য বিবিসি বাংলাকে ধন্যবাদ।
  • দুই নেত্রীর শাসন আমলের পার্থক্য বুঝেন। পাশাপাশি বিবিসিকে সত্য নিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ।
  • সেনাবাহিনীর সেই ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ।
  • @echo330
    এটা ছিল দেশ প্রেমিক সেনাবাহিনীর নিরপেক্ষ অভিযান। এই কারণে খালেদা জিয়াকে হাজারো ধন্যবাদ।
  • তৎকালীন সময় সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের সাধারণ জনগণের যে আস্থা ছিল সেটা আজ অনেকাংশে হ্রাস পেয়েছে। বিবিসিকে ধন্যবাদ এমন একটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য।
  • ধন্যবাদ বিবিসি - চমৎকার একটা বিশ্লেষণ।
  • বিবিসি বাংলা চ্যানেল কে অসংখ্য ধন্যবাদ সত্য কথা তুলে ধরার জন্য দুই নেত্রীর মাঝে এটাই পার্থক্য ❤❤❤
  • @naimul789
    বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অভিযান ছিল এটা।
  • ওই সময়ের সেনাবাহিনীর গাট ছিলো, আমার এখনো ২০০২ সালের কথা মনে আছে,তখন কানাইঘাট,সিলেট থাকতাম। ওনাদের সাথে খেলাধুলা করতাম,অনেক আদর করতো। ক্লাস ২ তে পড়তাম তখন। পুরা এলাকা ঠান্ডা করে দিছিলো ❤️
  • যে দ্রুততার সাথে আইনশৃঙ্খলা উন্নতি হবার কথা ছিল,তা হয় নি" এটাই প্রমাণ করে ক্ষমতায় থাকলেও সত্য বলতেন। 🥰
  • @smmasud9802
    এ-থেকে একটা বিষয় খুব স্পষ্ট দেখতে পাওয়া যায় যে, কে দেশ প্রেমিক। ধন্যবাদ বিবিসি
  • বিবিসি বাংলা অনেক অনেক ধন্যবাদ,, সঠিক তথ্য মানুষের মধ্যে তুলে ধরার জন্য ❤
  • সমাজের পশুদের বিলুপ্তি করতে এরকম অপারেশন প্রয়োজন।
  • পুরানো তথ্য সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ। ভালো কাজ করেছে
  • সেই সেনাবাহিনীকে আজ খুব মিস করি.."
  • বিএনপি ওই অভিযান যদি না চালাতো তাহলে দেশের সাধারণ মানুষের বেচে থাকাই দায় হতো তাই ওই সময় অভিযান পরিচালনার জন্য বিএনপিকে অনেক অনেক ধন্যবাদ জানাই
  • বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রক্ষায় আরও একবার অপারেশন ক্লিনহার্ট ২ পরিচালিত হওয়া উচিৎ !!!
  • @absaleque
    আপারেশন ক্লিহার্ট ভুলেই গিয়েছিলাম। সেনাবাহিনির মাইর খেয়ে অনেকে ভালো হয়েছিল তখন।
  • জনগণের উপর কতটা ভালোবাসা থাকলে নিজের দলের কথা না ভেবে একাই দেখিয়েছেন..
  • আমি ব্যক্তিগতভাবে এটাই বলতে চাই, কমপক্ষে বাংলাদেশের মানুষের ভোট যার অধিকারটা ফেরত যেন পায়। কোন দল ক্ষমতায় আসবে কে যাবে কে বসবে সেটা ভোটের মাধ্যমে ঠিক করবো আমরা।