লঙ্কা বেগুন টমেটো গাছের পাতা কোঁকড়ানো ও ফুল ঝরা নিয়ে আর কোন সমস্যা থাকবে না/vegetable Garden/

47,080
0
2020-12-20に共有
#gardening_tips #vegetable_Garden_overview


Green friends Mini Store phone number 8240939503বাগান করতে গেলে যা যা দরকার মূলত গাছের খাবার কীটনাশক ফাংগিসাইড সবকিছু পাবেন কম দামে এখানে/

Banasdroni 246 Govt colony Kolkata 70 পুলিশ স্টেশনের পাশে যে পুকুর আছে পুকুর পাড়ের সবুজ রঙের বাড়িটা।

আপনাদের জন্যই এই স্টোর খোলা হয়েছে। এবারে আসি লঙ্কা গাছ নিয়ে কিছু কথা সামান্য যত্ন করলেই এই কাজগুলি ভালোো করাা

মিন আমাদের ভালো মাটি তৈরি করতে হবে মাটি ভার্মিকম্পোস্ট সামান্য টাইকোডামা ও নিম খোল মিশিয়ে আমরা মাটি তৈরিিি করব।

গাছ বাড়ার সাথে সাথে আমাদের প্রথম খাবার হবে সরিষার খোল ভেজানো জল।

তারপর ধীরে ধীরে গাছে ফুল চলে এলে তখন মক্স খাবার অর্থাৎ হাড়ের গুঁড়ো সিংকুচি নিম খোল বাদাম খোল লেদার মিল।
পাতা কোকড়ানোর জন্য আমরা নিম তেল ও কাটাপ্পা ব্যবহার করব এছাড়াও আমরা বিভিন্ন ধরনের যেমন কাকা থিটা ব্যবহার করতেে পারি।

তবে আমাদের খেয়াল রাখতে হবে ফুল ঝরার জন্য একটা ভালো ভিটামিন ব্যবহার করার।

গাছ ভালো রাখতে যতোটুকু দরকার এই ভিডিওতে বলা হয়েছে একটু ফলো করলেই সব কিছু বুঝতে পারবেন রোজ দুপুর একটায় নতুন ভিডিও থাকে আপনাদের জন্য।

コメント (21)
  • Dada apner helpful video darun laglo anek natun kichu siklam thanks Dada.
  • দাদা ভিডিও টা দেখে অনেক সহায় হলো.আপনাকে অনেক ধন্যবাদ জানাই
  • আপনি এত পরিষ্কার কথা বলেন এবং বোঝান যে প্রতিদিন সকালে মনে হয় যে কখন ১টা বাজবে এবং আপনার ভিডিও দেখবো । ধন্যবাদ ।
  • Khub valo laglo video ta......onek kichhu janalen........apnar bagan dekhe mon vore jay
  • Dada khub dundor kore shoj vabe bujhiyd cho, khub valo laglo vai 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤
  • @Dishari08
    Khub upokari video.. Thank you Samar da...
  • খুব ভালো লাগছে গাছ গুলো।
  • বাহ, লঙ্কা গাছ বেগুন গাছ কি তাজা, কচি কচি টোম্যাটো, আর সহজ সরল ভাবে সব সমস্যার সমাধান বলে দেওয়া, শেষে ফুলের বাগান ঘুরিয়ে দেখানো, এটাই গ্রীন ফ্রেন্ডস 👏👏👏
  • Darun,green friends er bagan asadharon.Samar bhai,vison bhalo laglo tomar bagan dekhe sathe ato sundar sahoj sarol kotha,mon bhalo kore dey.Thank you bhai
  • আজকের ভিডিওটা ফটাফাটি হল। কত সুন্দর করে বলেন খুবই ভালো লাগলো।
  • বোঝানো টা খুবই সরলভাবে বললে, সব পরিষ্কার জলের মত লাগলো,,লংকা,বেগুন,টমেটো আর ক্যাপসিকাম গাছ দারুন,,,,,,,,,,,
  • Sundor, darun dekhlam amader chaad bagan, ami o sundor ekta bagan korar prochestai achi😀