মিষ্টির দোকানের ময়রার তৈরি দারুন মজার টক মিষ্টি দই ! দোকানের মিষ্টি দই বানানোর রেসিপি

Published 2020-09-06
মিষ্টির দোকানের ময়রার তৈরি দারুন মজার টক মিষ্টি দই ! দোকানের মিষ্টি দই বানানোর রেসিপি

যে কোনও ভালো দই ই "দই বীজ" ! ভালো মিষ্টি দই এর এক বা দুই টেবিল চামুচ নিয়ে মিষ্টি দই বানানোর বীজ হিসাবে ব্যাবহার করতে পারেন আর একইভাবে ভালো টক দই নিয়ে, টক দই এর বীজ হিসাবে ব্যাবহার করতে পারেন। দই বীজ স্পেশাল কিছু না !

আমি এখানে ১ লিটার দই বানানোর মেজারমেণ্ট দিলামঃ

দুধ - ২ লিটার
চিনি - ২০০ গ্রাম
মিষ্টি দই বীজ - ৫০ গ্রাম

মিষ্টির দোকানের ময়রার তৈরি দারুন মজার টক মিষ্টি দই ! দোকানের মিষ্টি দই বানানোর রেসিপি

All Comments (21)
  • যে কোনও ভালো দই ই "দই বীজ" ! ভালো মিষ্টি দই এর এক বা দুই টেবিল চামুচ নিয়ে মিষ্টি দই বানানোর বীজ হিসাবে ব্যাবহার করতে পারেন আর একইভাবে ভালো টক দই নিয়ে, টক দই এর বীজ হিসাবে ব্যাবহার করতে পারেন। দই বীজ স্পেশাল কিছু না !
  • @NusratJahan-06
    মিষ্টি দই রেসিপি দারুন লাগলো
  • হেব্বি জোস রেসিপি, ইচ্ছে করে তামা তামা কইরা খেয়ে ফেলি👌
  • আমি যখন যেভাবে দই বানাই। দই খুব ভালো জমে। আজ পর্যন্ত দই বানাতে ফেল করি নাই। আলহামদুলিল্লাহ। আমি কারো কাছ থেকে দই বানানো হাতে-কলমে শিখি নাই। ইউটিউব এ অনেক ভিডিও দেখে দেখে সবচেয়ে কমন বিষয়টা নিয়ে আর তার সাথে আন্দাজ করে দই বসাই। তবে গরম কালে দই ভালো আর তাড়াতাড়ি বসে। আমি শুধু নরমাল ঢাকনা দিয়েই রাখি। কোন কাঁথা কম্বল এর দরকার হয়না। ভাইজান আপনার দই তো মাশাআল্লাহ ইয়াম্মী হয়েছে। ভালো থাকবেন। জাজাকাল্লাহ খাইরান।
  • @shefaahmed
    লোভ লেগে গেলো! দেখে মন ভরছে না। এইটাই খেতে ইচ্ছা করছে। দারুণ 👍😍
  • @ishratjahan9217
    দারুন ভাইয়া দারুন মাশাআল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ ফর শেয়ারিং ভাইয়া ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো
  • @dalimmiah9504
    ভাইজান এর প্রতিটি ভিডিওর বর্ননা সত্যিই অসাধারণ। আর সবচেয়ে ভালো লাগে যখন আপনি আঞ্চলিক ভাষায় কিছু উচিত কথা বলেন, যেমন খাইয়া তামা তামা কইরা ফেলবেন। আরো অনেক মজার মজার কথা আপনি বলে থাকেন।
  • @musiceditor677
    সম্পূর্ণ রেসিপি ফলো করে আমিও বানিয়েছি অসাধারণ হয়েছে প্লাস্টিকের পাত্রে বানিয়েছি আমি ৫০-৬০ টা ভিডিও দেখেছি কিন্তু এরকম রেসিপি আর দেখিনি ধন্যবাদ আপনাকে।
  • @muntasirusa
    আলহামদুলিল্লাহ্। অবশেষে আসল রেসিপি পাইলাম। আল্লাহ্ আপনাকে অনেক ভালো রাখুন। আজকে আপনার রেসিপি ফলো করে থাইস‍্যুপ বানাইছিলাম তামাতামা কইরা খাইসি
  • ধন্যবাদ ভাইয়া ময়রাদের দিয়ে রেসিপিটি শেয়ার করার জন্য।
  • @hosneara7024
    অনেক মজার।কালকেই বানাবো ইনশাআল্লাহ।।ভাইয়া দারুণ জিনিস দেখালেন।
  • Assala mualaikum vai.শুধু একটু আনন্দ পাওয়ার জন্য আপনার ভিডিও দেখি।
  • Awesome, love your recipe. It"s really real recipe. I love your talking style. All the best of you 💗💖💕
  • @mohsinalipi6318
    অনেক সহজ মনে হলো।ট্রাই করবো ইনশাল্লাহ।
  • @rakashiplu68
    আপনার রেসিপি ফলো করে আমি দই বানিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছে
  • কাকা আপনার আগের রেসিপি দেখে এখন প্রায় প্রতি সপ্তাহেই দই বানাই । আমার আম্মু অনেক পছন্দ করে । আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনি আমার বাসার সবার কাছেই প্রিয় এক মানুষ❤️
  • মিষ্টি দই বানানোটা heavvy যোস হয়েছে। দোকানের মত টক মিষ্টি দই দেখতে পারলে ভালো হত।
  • @nimmianwar137
    Yummy 😋 Bhaiya Dhakar mishtir dokaner Balushai r Maowar Laddur recipe diben plz plz plz ! 🙂