মাটি নেই কাঠের গুঁড়ো ব্যবহার করে ছাদে বিশাল সবজি বাগান, সবজি কিনে খেতে হচ্ছে না

2,199,638
0
Published 2022-03-05
#vegetable_gardens_overview #soilless_Garden
#rooftop_farming

মাটি নেই কাঠের গুঁড়ো ব্যবহার করে ছাদে বিশাল সবজি বাগান সবজি কিনে খেতে হচ্ছে না। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে এই বাগান করার জন্য ভীষণ ভাবে পরিশ্রম করেন।

ছাদে বাগান করে এত সবজি ফলানো যায় এই ভিডিওগুলি তারে উদাহরণ, আগে মানুষ এত কিছু জানতো না জানার চেষ্টাও করত না সেইভাবে তবে আপনাদের চ্যানেল সবসময় আপনাদের পাশে থেকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছে।

পুরো সবজি বাগান টা যদি ঘুরে দেখেন তাহলে আপনাকে মুগ্ধ করবে তার কারণ এত সুন্দর বাগান খুব কম দেখা যায় সম্পূর্ণ অর্গানিক ভাবে এই সবজি চালানো হচ্ছে ছাদ বাগানে কাঠের গুঁড়ো 50 ভাগ ও ভার্মিকম্পোস্ট 50 ভাগ নিয়ে গাছগুলি বসানো হয় সেটা বীজ হোক বা বড় গাছ একই মাটি ব্যবহার করে এই বাগান করা হচ্ছে।

এর আগে আপনারা এই বাগানের ভিডিও দেখেছেন যেখানে প্রচুর পরিমাণে জবা দেখতে পেয়েছিলেন আজ জবার পাশাপাশি বিশাল সবজি বাগান তারা তৈরি করেছেন এখানে যেমন টমেটো গাজর লঙ্কা পেঁয়াজ ফুলকপি ফুলকপি বাঁধাকপি সিম সবকিছু করার চেষ্টা চলছে।

নতুন একটা বিষয় আমরা এ বাগান থেকে দেখতে পাবো যে বেগুন গাছের ডাল কেটে বসিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে বেগুন পাওয়া সম্ভব।

নিখুঁতভাবে ভিডিওটি দেখুন কিছু কিছু অংশ লিখে রেখে নিজেদের মতন করে তৈরি করুন বাগান এই বাগান ছাড়া আরো আপনারা রোজ দুপুর একটায় যদি ফলো করেন আপনাদের এই চ্যানেলটি তাহলে অনেক কিছু সম্পর্কে ধারণা পাওয়া যাবে সর্বদা আপনাদের সাথে আছে চ্যানেল।

All Comments (21)
  • সহজ এবং সরল ভাবে বাগান করেছেন। দাদা এবং দিদি যেমন সরল মনের মানুষ তেমনিভাবেই বাগান করেছেন। নাহলে কেউ এমনভাবে 'গ্রীন ফ্রেন্ডস' এর দর্শকদের জন্য ওনাদের সিক্রেট টিপস বলে দেন?
  • @ahmedfarid7717
    🇧🇩🇧🇩 ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে দেখছি। খুব ভালো লেগেছে এবং বেশ অবাক ও হয়েছি! মাটি সম্পর্কে বেস অবাক করা কথা শুনে আশ্চর্য হয়েছি। মাটিটা কিভাবে কি কি দিয়ে তৈরি করা হয় যানার খুব আগ্রহ। জানালে কৃতজ্ঞ থাকবো।
  • @shampadey5275
    সত্যিই ওনাদের 🙏🙏 জানাই, নেশা ধরানোর মতোই স্বাস্থ্য গাছেদের।❤️
  • @pradipkumar1173
    ছাদ বাগান বেশ ভালো, প্রেরণা দায়ক।। ধন্যবাদ নমস্কার
  • কাঠের গুঁড়ো দিয়ে অসাধারণ ছাদ বাগান দেখে খুব ভালো লাগলো প্রচুর ফলন এসেছে এই বাগানে সত্যি অসাধারণ আমিও চেষ্টা করব এরকম হবে
  • @rinaskitchen700
    অসম্ভব সুন্দর দেখলাম কত বেগুন হয়েছে। খুব সুন্দর ছাদ বাগান।
  • বাবা কি বোলবো ভাষা খুঁজে পাচ্ছিনা অপূর্ব দাদা, দিদি তোমরা ভালো থেকো এই কামনা করি 🙏👌❤
  • @aratiaich6291
    অসাধারণ সবজি বাগান কিন্তু বেগুন গাছের ডাল কেটে বসিয়ে সেই গাছে বেগুন এটা কোন দিন শুনিনি সত্যি অবাক করার মতো
  • @Rozecooking
    খুবই ভালো আইডিয়া পেলাম ❤️❤️❤️👍👍👍👍👍
  • কি সুন্দর সবুজে সবুজে ঘেরা বাগান খুব ভালো লাগলো কি সুন্দর সবজি
  • @subratapal6047
    ভীষন সুন্দর ছাদ বাগান,,অনেক শিখলাম,।।।
  • @hellobd2443
    পাড়ার লোকজন সবাই খায়। অর্থাৎ তিনি পাড়ার সবাই কে সবজি দেয়। কথাটা সুনে খুব ভাল লাগল। আমিও মানুষ দিতে খুব পছন্দ করি।
  • বাহ কি সুন্দর সবজি বাগান। খুব ভালো লাগলো ভিডিওটি
  • @tulsisarkar6108
    খুব সুন্দর দেখতে দেখতে মনে হচ্ছে বাগান না সব্জি মাঠ দেখে মন ভরে গেল অনেক ধন্যবাদ দাদা দিদি ভাইকে🙏🙏👍👍
  • ছাদ বাগান সম্পর্কে কি বলবো বুঝতে পারছি না। এত ভালো পরিচর্যা ভাবা যায় না। তবে ছাদ বাগান করে শরীর ও মন দুটোই ভালো থাকে এটা সত্যি কথা।
  • খুব সুন্দর চাঁদ বাগান দেখলাম দাদা
  • এসব ভিডিও দেখলে মনে হয় উপরে একটা ফার্ম হাউস তৈরি করেছেন। দারুন দারুন 👌👌👌ফুল ফল সবজি কি নেই!!! ধন্যবাদ গ্রীনফ্রেন্ড👍
  • @simasaha6833
    যা বলব তাই কম বলা হবে SUPER সুপার অসাধারণ সুন্দর হয়েছে সব। বেগুন লঙ্কা ছাদে না মাঠে বোঝা দাই সব সবজি আছে। খুব ভালো লাগল ভালো থাকুন দাদা দিদি আর ভাই।
  • আপনারা যে সহজ সরল মাটির মানুষ তাই আপনাদের সহচার্যে বাগান তো ভরে উঠবেই। খুব ভাল থাকবেন। 👌👌👌